Bargaining : Yūgen 

(2018-2023) 

Yūgen (幽玄) is an important concept in traditional Japanese aesthetics.

Yūgen is said to mean “a profound, mysterious sense of the beauty of the universe… and the sad beauty of human suffering”.
Yūgen suggests that beyond what can be said but is not an allusion to another world. It is about this world, this experience.
(Collected from Internet)



আত্মপ্রকাশ


বুদ্বুদের মতো মূহুর্তস্থায়ী হয়ে ভাসমান সত্তা বিভিন্ন অবস্থান স্তর থেকে ভোররাত অব্দি নিঃসহায়,
 যেতে চেয়েছি রওনাও দিয়েছি,
শুধু সারারাস্তা কেউ ডেকে গেছে পেছন থেকে,
 বারবার ঘুরে ঘুরে দেখেছি ঘনিয়ে আসা নিকষকালো মেঘরাশি,
 বৃষ্টি শুরু হওয়ার প্রারম্ভকাল,
শিরা কেটে রক্তপাতবিহীন খয়িত শোণিতধারা বয়ে আমার সারা পায়ে লেগে গেছে,
লোহিত স্রোতের মতো বইছে বিস্তীর্ণ ইউরেশিয়ান নদীখাতের মধ্যে,
 ঝড়ে যাওয়া দলিত ফুলের নির্যাসে অমার শরীরের অনাবৃত ত্বকে বুনো তাজা ঘ্রান,
আমাকে মাতিয়ে রাখে চিরস্থায়ী নেশার মতো ঝাপসা হয়ে আসে,
বৃষ্টি আসে কাচের দরোজা আটকে আমি বসে থাকি,
ঝড় বয়ে যায়, অন্ধকার হয়ে থাকে,
ঘরের চারপাশে মেঘ ঘুরে বেড়ায়,
চোখ খুলে রাখি জোর করে,
 নদীর গতিপথ বেঁকে গেছে পাথরের গায়ে গায়ে,
বুঝতে পেরেছি উষ্ণতা দ্রুত হারিয়ে যাচ্ছে,
আর খুঁজে লাভ নেই তোমায়,
 শীতল জলরাশি আমাকে ছুঁয়ে বয়ে চলে,
তোমার স্পর্শ যেখানে যেখানে আঘাত করেছিল,
নীল কালির মতো ধুয়ে যাক সব,
সাদা পাথরের ক্ষয়ে যাওয়া ভাস্কর্যের মতো আমি পড়ে থাকি একটা অচেনা পাহাড়ের ভাঁজে বুনোফুলের জঙ্গলের লতাপাতার মধ্যে।




Yūgen
Published: