Ali Sampreety's profileMohaiminul Islam's profile

International Mother Language Day 2020

'আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো' জহির রায়হানের সেই ইচ্ছে পূর্ণ হয়েছে। আমরা এখন অগণিত হয়েছি। বাংলা ছড়িয়ে পড়েছে বিশ্বের আনাচে কানাচে। রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার এর আত্মত্যাগ বৃথা হতে দেয়নি বাংলার দামাল ছেলেরা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাক বাহিনীর অত্যাচার উপেক্ষা করে রক্তের বিনিময়ে আমরা রুখে দাঁড়িয়েছিলাম মায়ের ভাষা আদায়ের জন্য। সেই থেকে একুশ আমাদের, বাঙ্গালির ইতিহাসের এক নতুন অধ্যায়। একুশ আমাদের অহংকার, ভাষা আন্দোলনের এক অনন্য উদাহরণ। ভাষার জন্য এত বড় ত্যাগ আর কোন জাতি করেনি। সেই থেকে একুশ আমাদের মাতৃভাষা দিবস। এর প্রায় অর্ধ শতাব্দী পরে ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। আজ একুশে ফেব্রুয়ারি তে বীর ভাষা শহীদদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। 
International Mother Language Day 2020
Published:

International Mother Language Day 2020

Content Design For International Mother Language Day 2020

Published: